নিজস্ব প্রতিবেদকঃ
দাকোপ রিপোর্টার্স ক্লাব নির্বাচন ২০২১ দ্বী-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে রুমান আহম্মেদ ও সাধারন সম্পাদক পদে পুনরায় পাপ্পু সাহা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ভোট গননা শেষে নির্বাচন কমিটি দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল উপজেলা সমবায় অফিসার বিজয়ীদের নাম ঘোষনা করেন।
সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে রুমান আহম্মেদ ১২ ভোট, অনিমেষ বিশ্বাস ১১ ভোট, মোঃ বাকির হোসেন ০৪ ভোট পেয়েছেন। ০১ ভোট বেশি পেয়ে রুমান আহম্মেদ সভাপতি নির্বাচিত হন।
সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে সাবেক সাধারন সম্পাদক পাপ্পু সাহা ১২ ভোট, তপু সরকার ০৮ ভোট ও গাজী রবিউল ইসলাম ০৭ ভোট পান। ০৪ ভোট বেশি পেয়ে পাপ্পু সাহা পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে সাবেক সহ-সভাপতি দেবাশীষ বাইন ১০ ভোট, ফয়সাল আলম গাজী ০৯ ভোট, মোঃ বসির গাজী ০৮ভোট পান। ০১ ভোট বেশি পেয়ে দেবাশীষ বাইন পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হন।
কার্যকরী সদস্য পদে ০২জন প্রার্থীর মধ্যে সাবেক কার্যকরী সদস্য তবিয়াজ সরকার ১৯ ভোট ও অরুপ সরকার ০৭ ভোট। ১২ভোট বেশি পেয়ে তবিয়াজ সরকার পুনরায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ০৫ জন। রাসেল কাজী যুগ্ম সাধারন সম্পাদক, মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোঃ আলাল মির্জা কোষাধ্যক্ষ, উজ্জ্বল মন্ডল দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল হাসান।
Post a Comment