নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার দাকোপে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা”। এই প্রতিপাদ্যে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ২জানুয়ারী রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য করেন সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
বিশেষ অতিধির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) গালিব মাহমুদ পাশা, থানা পুলিশের ওসি তদন্ত আশরাফুল আলম, ডাঃ সুদিপ্ত রায়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল অহেদ, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, সাংবাদিক এসএম,মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন এতিম খানার পরিচালকবৃন্দ।
পরে দাকোপ উপজেলার প্রান কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাঁচ তলা ভবনের ভূমি দাতা দাকোপ উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ভালো কাজের অগ্রগতির জন্য সম্মাননা প্রদান করা হয়।
Post a Comment