নিজস্ব প্রতিবেদকঃ
বিনা চাষে আলু উৎপাদন প্রযুক্তি ইতোমধ্যে ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রযুক্তিটি বেশ সাড়া জাগিয়েছে।
প্রযুক্তিটি বিস্তারের জন্য জার্মান সরকারের অর্থায়নে ২০২১-২২ মৌসুমে উপকূলীয় লবণাক্ত এলাকায় আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র ও প্রদীপন এর উদ্যোগে বিনা চাষে আলুর প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
উক্ত প্রদর্শনীসমূহের শস্য কর্তন উপলক্ষ্যে দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের বরইতলা গ্রামে বিনাচাষে আলুর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সেখানে বিনাচাষে বারি আলু-৭৮ থেকে হেক্টর প্রতি ২৬.১০ টন ফলন হয়েছে।
জাতটি ২২ ডিসেম্বর ২০২১ তারিখে বপন করে ২৪ মার্চ ২০২২ উত্তোলন করা হয়। উল্লেখ্য বারি আলু-৭৮ একটি লবনাক্ত সহিষ্ণু জাত, যা উপকূলীয় এলাকার জন্য উপযোগী একটি জাত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল শাহাদাত, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের গবেষক ডঃ শফিউর রহমান, প্রদীপনের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ দুর্গাপদ সরকার, দেবাশীষ মন্ডল, গোপাল থান্ডার, লক্ষী মন্ডল সহ এলাকার ১০০ জন কৃষক।


Post a Comment