দাকোপে দ্বিগুণ ভোটের ব্যবধানে আ.লীগ সভাপতির জয়

Stay Conneted

নব নির্বাচিত চেয়ারম্যান এস এম আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে খুলনার দাকোপে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম আবুল হোসেন। তিনি ঘোড়া প্রতীকে ৩৬ হাজার ৩১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম চিংড়ি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট।


বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। পরবর্তীতে ভোট গণনা শেষে উপজেলা অডিটোরিয়ামে ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।


বুধবার (৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম। 


নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকে উপজেলা আ.লীগ সভাপতি এস.এম আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা আক্তার। 

নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো ৫৩.৫৭%। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন।

Domain

Post a Comment